বাস্তব ও স্বাভাবিক সংখ্যার মধ্যে ভিন্নতা~
বাস্তব সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যা গণিতের রাজ্যে পরিচিত দুইটি মুখ।
বাস্তব সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যা কাকে বলে এবং এদের মধ্যে পার্থক্য কি?
ধনাত্মক, ঋণাত্মক এবং শুন্য এই সকল সংখ্যাই বাস্তব সংখ্যা। অপর দিকে শুধু ধনাত্মক সংখ্যাকেই বলা হয় স্বাভাবিক সংখ্যা।
প্রথমে আসি বাস্তব সংখ্যার (Real Number) ব্যাখ্যায়। যেহেতু ধনাত্মক ও ঋণাত্মক সকল সংখ্যা এর অন্তর্ভুক্ত তাই বাস্তব সংখ্যাকে সংখ্যা রেখার সাহায্যে প্রকাশ করা হয়। বাস্তব সংখ্যার বিপরীতে আছে অবাস্তব সংখ্যা যাকে আমরা একনামে জটিল সংখ্যা বলে চিনি।
বাস্তব সংখ্যা দুই প্রকার।
১। মূলদ সংখ্যা (Rational Number)
২। অমূলদ সংখ্যা (Irrational Number)
কে এই মূলদ সংখ্যা? ৩ কে কখনো ৭ নিয়ে ভাগ করেছেন কি? বলুন তো এর ভাগফলটা কি? .৪২৮৫৭১৪৪৪৪৪৪৪ হ্যাঁ এমন ভাবে চলতে থাকবে এর উত্তর যার শেষ কোথায় জানা নেই। এটি হচ্ছে মূলদ সংখ্যা যাকে দশমিক দ্বারা প্রকাশ করা হয় কিন্তু যার উত্তর হয় অসীম।
0 comments:
Post a Comment